ফেনী প্রতিনিধি : অাগামী ১৮ মে সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনপ্রিয় সংগীত শিল্পী জসীমজুয়েলের একক সংগীতানুষ্ঠান “গান গুলি মোর” অনুৃষ্ঠিত হবে।
অনুষ্ঠানের অায়োজক “সংগীতার” পরিচালক তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন এবং ফেনীর সংগীত প্রেমিদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন।