সেলফি তুলুন ২০ মেগাপিক্সেলে

তথ্যপ্রযুক্তি ডেস্ক-
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নতুন একটি ফোন ভারতের বাজারে ছাড়তে যাচ্ছে। এটি লিমিটেড এডিশনের ফোন। মডেল ভিভো ভি৫ প্লাস। এই ফোনটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০১৭ এডিশন নামে আগামীকাল ৫ এপ্রিল বাজারে ছাড়া হচ্ছে। এতে আইপিএল সংক্রান্ত অ্যাপস রয়েছে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ক্যামেরায়। এতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।
ভিভোর নতুন ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। সঙ্গে আছে ভিভোর নিজস্ব অপারেটিং সিস্টেম ফানটাচ ওস ৩.০।
ভিভো ভি৫ প্লাস ফোনটিতে ২.০ গিগাহার্জের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর রয়েছে। এতে আছে ৪ জিবি র্যাম।
ফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। এর সেলফি ক্যামেরা দুইটি। একটি ২০ মেগাপিক্সেলের। অন্যটি ৮ মেগাপিক্সেলের।
ফোনটির বিল্টইন মেমোরি ৬৪ জিবির। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এর ব্যাটারি ৩১৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস।
ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। লিমিটেড এডিশনের ফোনটি কালো রঙে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *