সারাদেশে সাংবাদিক নির্যাতন : সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের প্রতিবাদ

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা : দৈনিক যুগান্তরের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি ও গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দিল মোহাম্মদ পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলা ও অনলাইন নিউজ পোর্টাল CTgpost.com  বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক চট্রগ্রাম অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক স,ম, জিয়াউর রহমান এবং পটুয়াখালীর স্টাফ রিপোর্টার উজ্জ্বল শিকদারকে জীবন নাশের হুমকিতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং৫৮৩/০৪) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাথে সাথে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃৃৃতি প্রদান করেছেন, সংগঠনের সভাপতি মোঃশহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক আমার বার্তা), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক মুক্তখবর), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন),আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন,দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন,দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টি ভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টায় দৈনিক যুগান্তরের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি ও গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দিল মোহাম্মদ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বত্তরা। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *