মোশারফ হোসেন, রামগড় :
পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের রামগড় উপজেলায় সদস্য সংগ্রহ উৎসব ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আজ ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা প্রেস ক্লাবে আজ বিকালে নতুন সদস্যদের ফরম পূরণের মধ্যদিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।
সংগঠনটির রামগড় উপজেলা সমন্বয়ক ও জেলা সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন, মো: রিয়াজ উদ্দিন রিপন,দেলোয়ার হোসেন, আবুল খায়ের, মোস্তাফিজুর রহমান, আব্দুল সাত্তার, মো: আনোয়ার হোসেন, শিহাব রহমান প্রমুখ।
এর পুর্বে রামগড় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন জানায় রামগড় উপজেলায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের পাশাপাশি অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলাদা আলাদা ফরম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ চলবে।
যে কোন ব্যক্তি সংগঠনের সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। প্রতিটি ফরমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, তবে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য যে কেউ যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করতে পারবেন বলেও জানায়।