সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে দৈনিক ভোরের কাগজ’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন সোনাগাজী উপজেলাব আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মফিজুল হক।

তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের মুখপাত্র ভোরের কাগজ মুক্তিকামি মানুষের প্রিয় পত্রিকা। ২৯বছর ধরে মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের মানুষের পক্ষে কাজ করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে । করোনাকালে জনসচেতনতায় ভোরের কাগজের অবদান স্মরনীয় হয়ে থাকবে। দুর্নীতির বিরুদ্ধে ভোরের কাগজের অবস্থানের প্রশংসা করেন তিনি।

ভোরের কাগজের প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাব সহ সভাপতি সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার কেএম খুরশিদ আলম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাগাজী শাখার সভাপতি মাস্টার সুনীল রায়, পৌর শাখার সভাপতি প্রভাষক ডা. শুকলাল দেবনাথ, সাধারন সম্পাদক ডা. গৌরাঙ্গ ভৌমিক, সদর ইউপি সচিব আবদুল হালিম,
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উল্যাহ, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন, সহ সভাপতি কবি মহি উদ্দিন উদ্দিন খোকন , প্রচার সম্পাদক আবু মুছা তুহিন, উপজেলা প্রচার লীগের সদস্য সচিব লায়ন সুজন , মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ’র আহবায়ক মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব বোরহান খান, সিএইচসিপি পলাশ দাস, আবদুর রহিম, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. হানিফ, আ’লীগ নেতা জামশেদ আলম, ওমর কাউছার, এহতেশামুল হক , মাইন উদ্দিন নাছির, আহসান উল্যাহ , শিল্পি আবদুস শুক্কুর মিলন প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ,কবি-সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।