ফেনী’ প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ৬ ফেব্রুয়ারী শনিবার বিকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আমিরাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রাহেলা আক্তার এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, সম্মেলন উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জোবেদা নাহার মিলি।
প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোদেজা খানম শাহীন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম,আমিরবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক আরু মিয়া,সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য শাহীনা সুলতানা সুইটি, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক আইয়ুব নবী ফরহাদ, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, সাবেক সাধারন সম্পাদক ইফতেখার হোসেন খন্দকার প্রমুখ।
বাংলারদর্পণ