মোঃ ছালাহ্ উদ্দিন>>
সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের গরিব অসহায় দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি কর্মসূচির আওতায় ২০২১-২০২২ চক্রের উপকারভোগীদের কার্ড বিতরণ এবং ২০১৯-২০২০ চক্রের উপকারভোগীদের সঞ্চয় ফেরত দেয়া হয়।
২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠানে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, আমার বাড়ী আমার খামার কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরুমিয়া মেম্বার, ইউপি সচিব আবদুল হালিম।
ছাত্রলীগ নেতা মোবারক হোসেন বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব গেদু মিয়া ভুঞাঁ, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন শাহীন মেম্বার, আবদুর রাজ্জাক, ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীম, আবদুল হামিদ, ওহিদ হোসেন ও মহিলা মেম্বারবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।