গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
সমসাময়িক সময়ে সত্যবচনে দেশের সবচেয়ে আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা এবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বসুরহাট পৌরসভার প্যাডে মেয়র আবদুল কাদের মির্জা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি দীর্ঘদিন যাবত নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে বিভিন্ন সভা সমাবেশ এবং মিডিয়ার সামনে প্রতিবাদ করে আসছি। কিন্তু দুঃখের বিষয় উক্ত বিষয়ে কোন প্রদক্ষেপ গ্রহণ না করায় আমি আগামী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করছি।
বসুরহাট পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো.জামাল উদ্দিন মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।