নিজের পোস্টার অপসারণ করলেন কাদের মির্জা

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী
নিজের পোস্টার অপসারণ করে বসুরহাট পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি ও পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে নিজের পোস্টার অপসারণের মধ্য দিয়ে তিনি এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

একই সাথে মেয়র কাদের মির্জা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরদের নির্বাচন পরবর্তী সকল ওয়ার্ডেও পোস্টার অপসারণের নির্দেশ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, নুরবনবী সবুজ, মাজহারুল হক তৌহিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *