সোনাগাজীতে তিন ফসলি জমি রক্ষার দাবীতে সাংসদ মাসুদের নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশ

সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট সংলগ্ন থাকখোয়াজের লামছি মৌজার ১/২ নং সীটের তিন ফসলি নাল জমিকে লায়েক প্রতিক দেখিয়ে প্রতারণার মাধ্যমে জবর দখলের অভিযোগে স্থানীর কৃষকেরা কথিত সোলার পাওয়ার কোম্পানীর লি: এর বিরুদ্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

গতকাল বুধবার বিকাল ৪টায় সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় ক্ষতিগ্রস্থ শতাধিক কৃষকের অংশ গ্রহনের মধ্যে দিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে তৎক্ষনিক অংশ গ্রহন করে নিরিহ কৃষকদের সাথে একাত্বতা প্রকাশ করেছেন ফেনী-৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনের মাননীয় সংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।

মানববন্ধনে অংশ নিয়ে সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, আপনারা নিরিহ কৃষক। আপনাদের তিন ফসলি জমিকে সরকারের সংশ্লিষ্ঠ দপ্তরে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে লায়েক প্রতিক জমি বানিয়ে জবর দখল করবে তা হতে পারে না।

আমি আপনাদের কথা দিলাম সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরে কথা বলবো। প্রয়োজনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে আমি এ বিষয়ে কথা বলবো। তিনি সব সময় কষক ও ফসলি জমি রক্ষায় বদ্ধপরিকর।

জানা যায়, ওই এলাকায় কৃষকদের তিন ফসলি জমিকে লায়েক বা পরিত্যক্ত জমি বানিয়ে উক্ত সোলার পাওয়ার কোম্পানী লি: নামে সংঘবদ্ধ চক্র ভূ’মি মন্ত্রনালয় ও প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য দিয়ে ইজারার নামে উক্ত শত শত একর ফসলি জমি জবর দখল করার অপপ্রয়াসে লিপ্ত।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, স্থানীয় জনগনের অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি। উক্ত অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরণের কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *