সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ভোট দেয়ার অনুরোধ নিজাম হাজারীর

ফেনী’ প্রতিনিধি :
আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠেয় ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সমর্থনে মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত সভায় দিকনির্দেশনামুলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

সমন্বয় পরিষদ সভাপতি ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও এম. শাহজাহান সাজুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ, সহ-সভাপতি জিপি প্রিয়রঞ্জন দত্ত।

এছাড়া বক্তব্য রাখেন আনোয়ারুল করিম ফারুক, রফিকুল ইসলাম খোকন, কাজী বুলবুল আহম্মেদ সোহাগ, রাশেদ মাযহার, রফিকুল ইসলাম মজুমদার, রবিউল হোসেন রবি প্রমুখ।

সভাপতি পদে নুর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাং গিয়াস উদ্দিন নেতৃত্বাধীন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে মো: শামছুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শিরিন আক্তার রতনা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিব্বির আহম্মেদ, অডিটর পদে মোহাম্মদ নোমান চৌধুরী, অর্থ সম্পাদক পদে আবদুল ওহাব দুলাল, লাইব্রেরী সম্পাদক পদে মো: আমির হোসেন সুমন, সদস্য পদে মোহাম্মদ এনামুল করিম খোন্দকার, গাজী তারেক আজীজ, ফজিলাতুন নাহার আঁখি, মো: নুরুল আখতার মামুন, সোমেন মজুমদার বিদ্যুৎ, মো:আবদুল মালেক।

প্রসঙ্গত: ১৬ জানুয়ারি সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৮৫ জন। বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *