শেখ হাসিনা গরীর দুঃখী মেহনতী মানুষের অভিভাবক- সংসদ সদস্য বাবু

শেখ সিরাজুদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) :
খুলনা ০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন; তিনি অসহায়, গরিব-দুঃখী মানুষের অভিভাবক। এ কারণেই তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন।

শেখ হাসিনা নামটি আজ বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। যার হাত ধরে বাংলাদেশ বিশ্বসভায় নিজেকে পরিচয় করিয়েছে অন্যভাবে, নতুন ভাবে। শেখ হাসিনা ও বাংলাদেশ যেন মুদ্রার এপিঠ ওপিঠ। সারা বিশ্বের কাছে আজ বাংলাদেশ কে নতুনভাবে পরিচয় করে দিয়েছে, যার অনন্য মেধা, শ্রম, ত্যাগ দেশের মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা তিনি হচ্ছেন আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

তিনি বৃহস্পতিবার ১৪ জানুয়ারী সকাল ১০ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় কুমার সরদারের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা অনুদানের চেক প্রদান, শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় এ কথা বলেন।তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও এগিয়ে যাওয়ার রহস্য বিশ্ববাসী এখন আগ্রহের সঙ্গে জানতে চায়। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে তাঁর আদর্শ অনুসরণ করে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি নগেন্দ্রনাথ মন্ডল, মাস্টার কফিল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাঃ কমলেশ কুমার সানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আওয়ামীলীগ নেতা খয়রুল আলম,নির্মল চন্দ্র,যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু,

শ্রমিকলীগ সভাপতি মাস্টার আব্দুল হালিম,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগনেতা মেসবাহ উদ্দিন মাছুম,রোকনুজ্জামান কাজল, ডিএম ইখতিয়ার উদ্দিন হিরো, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফারসহ উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *