মোঃ ছালাহ্ উদ্দিন>>
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন ও নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার লক্ষ্যে সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে মুজিববর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
১৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) সুজন চৌধুরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, এলজিইডির উপজেলা প্রকৌশলী মনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, নবাবপুুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত ওয়াহিদুর রহমান।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও খেলোয়াড়বৃন্দ সহ শত শত দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চরচান্দিয়া ইউনিয়ন বনাম বগাদানা ইউনিয়ন দল।