ফেনী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জসিম-সহ সভাপতি মনির-সম্পাদক জীবন

প্রেস বিজ্ঞপ্তি :
ফেনী প্রেসক্লাব কার্যকরি পরিষদ ২০২১’র নির্বাচনে  দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ সভাপতি ও সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এনএন জীবন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৯জানুয়ারী) দুপুরে ফেনীর অভিজাত নবী রেষ্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কার্যকরি কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ফেনী বারের সাধারন সম্পাদক এডভোকেট পার্থ পাল রায় , নির্বাচন কমিশনার সৈয়দ আবুল হোসেন (এপিপি) ও মাস্টার তাজুল ইসলাম চৌধুরী।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন (দি নিউ নেশন/দৈনিক আমার সংবাদ) ও সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ/সাপ্তাহিক ফেনীর ডাক), যুগ্ন সম্পাদক কাজী হাবিব উল্যাহ সুমন (এশিয়ান টিভি) ও এবিএম নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব/ সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া),

কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (দি এশিয়ান এজ/ দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক এম শরীফ ভুঞা (ইউটিভি/দৈনিক সমসাময়ীক), প্রকাশনা সম্পাদক ফিরোজ আলম (দৈনিক সুপ্রভাত/পাক্ষিক ফেনী চিত্র),

প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম(সাপ্তাহিক নীহারিকা), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক (দৈনিক সকালের সময়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফি উল্যাহ রিপন (ইউএনবি/দৈনিক দেশ রুপান্তর), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (দৈনিক খবরপত্র/ফেনীর জমিন), ধর্ম সম্পাদক আহসান উল্যাহ (চ্যানেল এস), মহিলা সম্পাদীকা সাহিদা সাম্য লিনা (দৈনিক বাংলাদেশের খবর/আঁচল),  স্বাস্থ্য ও সমাজকল্যান সম্পাদক তোফায়েল ইসলাম মিলন  (দি প্রেজেন্ট টাইমস)।


কার্যকরি সদস্য হলেন, শাহজালাল রতন (দৈনিক সমকাল), এসএম ইউসুফ আলী(দি নিউজ টুডে/দৈনিক অধিকার), মো. কাফি দিদার (বিজয় টিভি/প্রথম বানী), জাকের হায়দার সুমন (বাংলা টিভি/মাসিক হায়দার), ডা. কাজী নজির আহম্মদ (সম্পাদক-সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্যকথা), জাহাঙ্গীর জনস (সম্পাদক-সাপ্তাহিক নবীন বাংলা), হাসান মাহমুদ(দৈনিক আজকালের খবর/ দৈনিক যায়যায়দিন), জাহাঙ্গীর কবির লিটন (সম্পাদক-পাক্ষিক ছাগলনাইয়া, জসিম উদ্দিন ফরায়েজী (দৈনিক ডেসটিনি)।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *