ফেনীতে ৩ ডাকাত গ্রেফতার : টাকা ও প্রাইভেটকার উদ্ধার

ফেনী প্রতিনিধি :
ফেনীর একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ প্রতিষ্ঠানে যাবার পথে সাড়ে সাতাশ লাখ টাকা ডাকতি করে নিয়ে যায় আন্তজেলা ডাকাত দল। ফেনী জেলা পুলিশের গোয়োন্দা সংস্থা ডিবি পুলিশের এটি দল ইনফরমেশন টেকনোলজী ব্যবহার করে উক্ত ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিজ্যুয়াল প্রদর্শিত করে ঘটনার বিবরন তুলে ধরেন পুলিশ সুপার খোন্দকার নুরনবী।

ঘটনার বিবরনে যানাযায়, গত ২০ অক্টোবর ফেনী ইসলামী দাগনভূ্ঞা শাখা থেকে ২৭লাখ ৬১,৫০০ টাকা উত্তোলন করে আবুজাফর শাহীন সোনাগাজী যাবার পথে মাতুভূ্ঞা বেকের বাজার নামক স্থানে এলে দৃত ডাকাত সহ তাদের একটি দল শাহীনকে জোর পূর্বক প্রাইভেট কারে তুলে নিয়ে যায়।

এরপর ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন থানার দয়াপুর এলাকায় ফেলে রেখে যায়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, এর তত্বাবধানে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান পুলিশ পরিদর্শক খালেদ হোসেনের সমন্বয়ে গঠিত টিম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আন্ত:জেলা ডকাত দলের শীর্ষ ৩ সদস্য কে ডাকাতির ব্যবহত প্রাইভেট কার ও ৫০ হাজার টাকা উদ্দার করে আজ আদালতে সোপর্দ করা হয়।

আটককৃত জাকির হোসেন বরগুনার তালতলী থানাধীন পঞ্চকরালিয়া, সবুজ মিয়া বগুড়া জেলার সদর উপজেলার জেলাদার পাড়া ও ইমরাম নাজির পাবনার চাটমোহর থানার চৌরইকুল এলাকার বাসিন্দা।

তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা সহ বিভিন্ন ব্যাংকের সামনে অবস্থান করে প্রতিনিয়ত ডাকাতি সংগঠিত করে আসছিলো বলে জানান পুলিশ সুপার।

এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । বাকী টাকা ও অন্য ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *