মোশারফ হোসেন, রামগড় :
আকলিমা আক্তার (২০) নামের এক নারী রামগড় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) দুপর ১টায় মৃত্যুবরণ করে।
আকলিমার ভাই মো:শাইফুল ও ভগ্নীপতি আহাম্মেদ নুর রামগড় হাসপাতালে এই প্রতিবেদক কে জানায় স্বামি আমজাদ হোসেন (২৫) বুধবার বিকালে শারীরিক নির্যাতন করে মুখে বিষ ঢেলে দেয়, ভাসুর সাদ্দাম হোসেন ঐ দিন সন্ধ্যায় রামগড় হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি জেলার মানিকছড়ির কালাপানি গ্যাসফিল্ড এলাকার আনোয়ার এর মেয়ে আকলিমা আক্তার এর সাথে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার দক্ষিণ লালমাই এর মৃত আব্দুল লতিফ এর ছেলে আমজাদ এর সাথে এক বছর পূর্বে বিয়ে হয়।
আকলিমার ভাই আরও জানায় বিয়ের পর থেকে নেশাগ্রস্ত আমজাদ স্ত্রীকে নির্যাতন করতো ঘটনার দিনও নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যায়। রামগড় থানার এসআই আনোয়ার হোসেন জানায় প্রাথমিক ভাবে লাশের গায় নির্যাতনে আলামত দেখেনি দায়িত্বে থাকা মহিলা পুলিশ, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।