কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

আলি হায়দার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) :
“মৌলবাদী, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবলীগ এক হও” এই স্লোগানে কিশোরগঞ্জের কুলিয়ারচরে, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে মৌলবাদী হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে কুলিয়ারচরের বিভিন্ন ইউনিয়ন থেকে কুলিয়ারচর উপজেলা যুবলীগের আহ্বায়ক জি.এস এমরান মিয়ার ডাকে ইউনিয়ন যুবলীগ নেতাদের নেতৃত্বে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সামনে এসে জড়ো হয়। পরে তারা কুলিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়, শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলায়, ধর্মীয় উগ্রবাদী জঙ্গি মৌলবাদীদের কোনো ঠাই নাই। এই সকল ধর্মীয় উগ্রবাদীদের যেখানেই পবে সেখানেই প্রতিহত করা হবে বলেও হুশিয়ার দেন বক্তারা।

এই সময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির মোহাম্মদ সোহেল, জেলা যুবলীগের নেতা রাসেল, কুলিয়ারচর উপজেলা যুবলীগের নেতা মাইনুল ইসলাম শ্যামল, মুস্তাফিজুর রহমান মুছা, কামরুল ইসলাম কাঞ্চন, আশরাফুজ্জামান শাওন, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ারের হোসেন ইমন, যুবলীগ নেতা জিল্লুর রহমান, মোঃ মোবারক হোসেন, আলী হায়দার রাসেল, যুবলীগ নেতা উজ্জ্বল মিয়া, আমেরিকার নিউ ওয়ার্ক সিটির যুব লীগের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, যুবলীগ নেতা বাদল মিয়া, জুনাইদ জয়, ফেরদৌস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *