সোনাগাজী উপজেলা ছাত্রদল কমিটি ঘোষনা :অাহবায়ক হাসান

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রদলের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছে ফেনী জেলা ছাত্রদল।

সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদকে অাহবায়ক ও অাবু বক্কর সিদ্দিক   মাহরুফ কে সদস্য সচিব ঘোষনা করে এ কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদল। এতে ১ নং যুগ্ন অাহবায়ক হিসেবে রয়েছেন ওমর ফারুক জুয়েল,  ২নং যুগ্ন অাহ্বায়ক মোজাম্মেল হোসেন, ৩নং যুগ্ন অাহ্বায়ক রফিকুল ইসলাম, ৪ নং যুগ্ন অাহ্বায়ক সালাউদ্দিন ইমরান,  ৫ নং যুগ্ন অাহ্বায়ক  সারোয়ার হোসেন,  ৬নং যুগ্ন অাহ্বায়ক শহীদুল ইসলাম, ৭ নং যুগ্ন অাহ্বায়ক ফখরুল ইসলাম, ৮ নং যুগ্ন অাহ্বায়ক অানোয়ার হোসেন মিন্টু, ৯ নং যুগ্ন অাহ্বায়ক ফখরুল ইসলাম সুমন, ১০নং যুগ্ন অাহ্বায়ক কামরুল ইসলাম , ১১নং যুগ্ন অাহ্বায়ক জসিম উদ্দিন, ১২নং যুগ্ন অাহ্বায়ক নুর ইসলাম,  ১৩নং যুগ্ন অাহ্বায়ক মাসুদ রানা,  ১৪নং যুগ্ন অাহ্বায়ক শেখ ফরিদ, ১৫নং যুগ্ন অাহ্বায়ক  নুরুল অালম সোহাগ, ১৬ নং যুগ্ন অাহ্বায়ক  নবাব মহসিন, ১৭নং যুগ্ন অাহ্বায়ক  মোস্তফা অাল হোসাইন, ১৮ নং যুগ্ন অাহবায়ক নুর নবী হৃদয়, ১৯ নং যুগ্ন অাহবায়ক ইব্রাহীম খলিল,   ২০ নং যুগ্ন  অাহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস   ও ১নং সদস্য মাইন উদ্দিন রিমন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *