কয়রায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

কয়রা প্রতিনিধি :
কোভিড-১৯ পেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি নতুন ভাবে টেকসই বিশ্ব করি” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা বিভাগ ও কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ২৯তম আন্তর্জাতিক ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,।

বক্তব্য দেন, সমাজ সেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ফজর আলী সানা প্রমুখ।

এছাড়া সভায় সরকারি কর্মকর্তা, কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেখ সিরাজুদ্দৌলাহ লিংকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *