সাংবাদিকদের মেধাবি সন্তানদের সংবর্ধনা দিল ফেনী প্রেসক্লাব

সাংবাদিক সৈয়দ মনিরের ছেলে হাফেজ সৈয়দ মিনহাজের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন নিজাম হাজারী।

ফেনী প্রতিনিধি :
ফেনীতে কর্মরত সাংবাদিকদের কৃতি সন্তানদের সংবর্ধনা দিয়েছে ফেনী প্রেসক্লাব । বৃহষ্পতিবার ফেনীর অভিজাত বেষ্ট ইন রেষ্টুরেন্টে উক্ত সংবর্ধনা সভায় একজন হাফেজ ও জিপিএ ৫ প্রাপ্ত ১২জন মেধাবি শিক্ষার্থী ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ।

বিশেষ অতিথি ছিলেন, ফেনীর মেয়র হাজী আলা উদ্দিন ও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী।

শিক্ষার্থীদের সাথে নিজাম হাজারি সহ অতিথিদের ফটোসেশন। বাংলারদর্পণ

ফেনী’ প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদ’র সভাপতিত্বে ও সংবর্ধনার পৃষ্টপোষক সাপ্তাহিক প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক নিজাম উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য দেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন, সাবেক সাধারন সম্পাদক জামাল , শাহাদাত হোসেন, এন এন জীবন, সাধারন সম্পাদক এসএম ইউছুফ আলী, ফেনী’ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক- যতন মজুমদার।

আরো উপস্থিত ছিলেন,ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার, স্টার লাইন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক জাফর উদ্দিন, ফেনী প্রসক্লাবের সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন, যুগ্ন সম্পাদক- কাফি দিদার, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, ভোরেরকাগজ প্রতিনিধি সৈয়দ মনির, এশিয়ান টিভি প্রতিনিধি কাজী সুমন , মাইটিভি প্রতিনিধি আমিন চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি আহসান উল্লাহ, খবরপত্র প্রতিনিধি মিজানুর রহমান, অাজকালের খবর প্রতিনিধি হাসান মাহমুদ, ইউএনবি প্রতিনিধি শফি উল্লাহ, সকালের সময় প্রতিনিধি ওমর ফারুক প্রমূখ।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *