চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবির হাতে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ | বাংলারদর্পণ

রতন কুমার রকি :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা শিবগঞ্জের কানসাট-সোনামসজিদ সড়কে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবির একটি টহল দল।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার জহুরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪)।

জানাগেছে, আসামী রুবেল বিশেষ কায়দায় মোটরসাইকেলের সীটের নীচে ২ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৬০ বোতল ফেনসিডিল বহন করে নিয়ে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সোনামসজিদ বিওপির নায়েব সুবেদার মো. আনোয়ার আলীর নেতৃত্বে একটি টহল দল তালতলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেপ্তার করে।

আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রুবেল বিজির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি মাদকসহ ১ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়াও তিনি সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। banglardarpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *