মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে টেবিল ল্যাম্প বিতরণ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরশহর ও তিনটি ইউনিয়নের দরিদ্র ৩ হাজার ৫’শ শিক্ষার্থীর মাঝে সৌর চালিত টেবিল ল্যাম্প বিরতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
ওয়ার্ল্ড ভিশনের পৌর শহরের প্রফেসর পাড়া কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টেবিল ল্যাম্প বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের স্পন্সরশীপ ব্যবস্থাপনা প্রকল্পের দলনেতা নরেশ মারান্ডির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি ওয়ার্ল্ড ভিশনের বিরামপুর কার্যালয়ের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক জেমস তপন মন্ডল, শিক্ষা উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক আগষ্টিন সরকার।
শিক্ষা উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক আগষ্টিন সরকার প্রথম আলোকে জানান, টেবিল ল্যাম্পগুলো সোলার এবং বিদ্যুৎ উভয় দিয়েই চার্জ দেওয়া যাবে। যেসব এলাকায় এখনও বিদ্যুৎ নেই এবং যে সব এলাকায় বিদ্যুৎ রয়েছে সেখানে কখনও বৈদ্যুতিক সমস্যার কারনে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘœ না ঘটে সে লক্ষ্যেই এসব টেবিল ল্যাম্প বিতরণ করা ।
বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে টেবিল ল্যাম্প বিতরণ
