মৌলভীবাজার : বড়হাটের জঙ্গি আস্তানায় আবারও বিকট শব্দে তিনটি বিস্ফোরণ ঘটেছে। এর জবাব দিচ্ছেন সোয়াট,সিআরটি ও কাউন্টার টেরেরিজম ইউনিট সদস্যরা। মহুর্মুহু গুলি ছুড়ছেন তারা।
এর আগে শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় আলো স্বল্পতার কথা বলে এদিনের মতো অপরেশন ‘ম্যাক্সিমাস’ স্থগিতের ঘোষণা দেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সন্ধ্যায় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান, ওই বাড়িটিতে অনেকগুলো কামরা রয়েছে এবং আরেকটি ভবন নির্মাণাধীন। এ কারণে অভিযান আজ সমাপ্ত করা যাচ্ছে না। আগামীকাল (শনিবার) সকালে আবহাওয়া ভালো থাকলে পুনরায় অভিযান চলবে।
বাড়িটিতে কতজন জঙ্গি রয়েছে তা অনুমান করা যাচ্ছে না, তবে একাধিক জঙ্গির অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানান তিনি।