ফেনী প্রতিনিধি :
ফেনীতে ছেলের চুরিকাঘাতে খুন হয়েছেন আবদুল কাদের (৫০)নামে এক পিতা। শুক্রবার সন্ধ্যায় শহরের সহদেবপুর এলাকার সামছু মিয়ার কলোনিতে ঘটনাটি ঘটেছে।
ঘাতক পূত্র মোহাম্মদ ইউসুফ (২৫) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো.রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা পুলিশকে জানায় পারিবারিক বিরোধের জের ধরে পূত্র মোহাম্মদ ইউসুফ তার পিতাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
নিহত আবদুল কাদেরের মৃতদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আবদুল কাদেরের বাড়ী ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে। তাঁরা শহরের ওই কলোনিতে দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
সম্পাদনা / এসএমএ.