আমেরিকা প্রবাসীর অর্থায়নে কুড়িগ্রামে সহস্রাধিক বস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আমেরিকা প্রবাসীর অর্থায়নে করোনাকালিন দুর্যোগে কুড়িগ্রামে পৌর এলাকায় শতাধিক দৃষ্টি প্রতিবিন্ধী সহ সহস্রাধিক নারী পুরেূষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার সকালে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
আমেরিকা প্রবাসী দিল আফরোজ ও মোঃ নজরুল ইসলাম এর অর্থায়নে সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমূখ।
ওই দুই প্রবাসীর স্বজন সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি জানান, প্রবাসী দিল আফরোজ ও নজরুল ইসলাম করোনাকালিন দুর্যোগে কুড়িগ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইতোপূর্বে কয়েক দফায় দুই সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেন। তাদের এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Related News

ফুলবাড়ী ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রতি কান্ত রায়, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা ৩১ ডিসেম্বরRead More

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আ’লীগের কাজিউল বিপুলভোটে বিজয়ী
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: কাজিউল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিপুলRead More