রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় সদর হতে চট্রগ্রাম শহর পর্যন্ত সরাসরি বিআরটিসি বাস সার্ভিস এর আজ (শনিবার) দুপর ১২ টায় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মাংশেপ্রু চৌধুরী অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের ও ৯নং পৌরওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, অনুষ্ঠান সঞ্চালনা করে রামগড় পৌর স্রমিকলীগের সাধারণ সম্পাদক হানিফ পাটোয়ারী এবং সার্বিক তত্ত্বাবধানে করে বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরু মোহাম্মদ হৃদয়।
প্রধান অথিতি অন্যান্য অতিথিদের কে নিয়ে ফিতা কেটে বাস সার্ভিস উদ্বোধন করে বাসটি পরিদর্শন করেন।