কুলিয়ারচর প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত,এগিয়ে যাবে অনেক ধাপ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে “ডায়াবেটস সেবায় পার্থক্য আনতে পারনে নার্সরাই” এই স্লোগানে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে,নন কমিউনিকেবল ডিজিট কন্ট্রোল প্রগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা এর বাস্তবায়নে ১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃমোহাম্মদ ওমর খসরু এর সভাপতিত্বে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন উপজেলা মেডিক্যাল অফিসার নূর মোহাম্মদ রাকিব।
প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি তদন্ত কাজী মাহফুজ হাসান সিদ্দিকী,স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম ও আব্দুচছাত্তার,স্বাস্থ্য সহকারী আনিসুজ্জামান তৌহীদ,উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মেডিক্যাল অফিসার ইফতেখার আনাম নোমান।