হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ১নং গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজারের। ইকরতলী গ্রামে দুলাল মিয়ার ছেলে সামাদ মিয়া(২৫) । গত ১১ই নভেম্বর গইবিল সিমান্তে বিজিবির হাতে মহিলা সহ ৩ জনকে ৭কেজি ৫০০গ্রাম গাজা দিয়ে আটক করে ছয়শ্রী গ্রামে।
কিন্তূ কে বা কারা গইবিল বিজিবি সদস্য কে মিথ্যা তথ্য দিয়ে গ্রামের সহজ সরল সাদ্দাম বাজার চা দোকানদার সামাদ কে গাজা ব্যবসায়ী বলেন।তারই তথ্য অনুসারে বিজিবি পালাতক আসামী হিসাবে চুনারুঘাট থানায় মামলা দায় করে।
এদিকে বিজিবির মিথ্যা মামলা নিয়ে এলাকাতে সমালোচনার ঝর বইছে। বাজার ব্যবসায়ী এবং গাজীপুর ইউপির সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন এলাকায় অনেক বড় বড় মাদক ব্যবসায়ী আছে যারা অগোচরে টাকা দিয়ে মাদকের রমরমা ব্যবসা করে যাচ্ছে। অথচ তাদের বিরুদ্ধে বিজিবির কোন তৎপরতা নেই। যারা এলাকার নিরিহ শান্ত প্রিয় মানুষ তাদের বিরুদ্ধে অন্যর কথা শুনে বিজিবি মাদক মামলা দিয়ে হয়রানি করে আসছে।এবং তিনি এ মামলার তীব্র নিন্দা জানান।