রামগড়ে মিনিট্রাক -অটোরিক্সা সংঘর্ষে নিহত ১ : আহত ৫ | বাংলারদর্পণ

মোশারফ হোসেন,রামগড় :
ঢাকা- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় পৌরসভার তৈছালাপাড়া মসজিদের সামনে আজ (রবিবার) বিকেলে মিনিট্রাক চট্রো মেট্রো শ ১১-২১১০ ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ড্রাইবার সহ মোট ৫ জন গুরুতর আহত ও ১জন নিহত হয়েছে।

আহত ‍ব‍্যাক্তিদের স্থানীয়রা রামগড় হাসপাতালে পাঠায়, তাদের মধ্যে হতে গুরুতর আহত দুই জনকে চট্রগ্রাম মেডিকেলে কলেজ হাসপালে রেফার্ড করা হয়।

নিহত মহিলা মাটিরাঙ্গার আলুটিলার সূর্যকিরণ ত্রিপুরার স্ত্রী জগত মালা ত্রিপুরা , আহতরা হলেন তামিম মাহমূদ পিতা আবুল হোসেন সাং গাবামারা মানিকছড়ি, সুবজ পিতা নুর ইসলাম রামগড়, চৈইংদা ত্রিপুরা স্বামী-ওয়াছে ত্রিপুরা মাঠিরাংগা, মোহাম্মদ তারেক পিতাঃ আবুল হাসেম সাং হাফছড়ি গুইমারা।

নিহতের লাশ রামগড় হাসপাতালে আর মিনিট্রাক ও অটোরিক্সা টি রামগড় থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *