রাকিবুল হাসান সুমন, যশোর :
কেশবপুরে বিরল প্রজাতির প্রাণি ‘তক্ষক’ সাপসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে খোরশেদ আলম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে একটি তক্ষক সাপ বিক্রির সঙ্গে জড়িত দুইজনসহ বাড়ির মালিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক আজিজুর রহমান ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসের ছেলে খোরশেদ আলম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে রঘুরামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হায়দার আলী (৩২) ও পাঁজিয়া গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডলকে (২২) একটি তক্ষক সাপসহ বিক্রির প্রস্তুতিকালে হাতে নাতে গ্রেফতার করে। ওই সময় বাড়ির মালিক খোরশেদ আলম বিশ্বাসকেও (৪৮) গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ক্রেতারা দ্রুত পালিয়ে গেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, তক্ষক সাপসহ হাতে নাতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।