মহানবীর কটুক্তির প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল -সমাবেশ ও মানববন্ধন | বাংলারদর্পণ

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি :
ফরাসি পত্রিকায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কয়রা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে 1 নভেম্বর সকাল ন’টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নিজামীর নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম পরিষদ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন ফরাসি পত্রিকা শার্লী এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শবান মহাপুরুষ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিরোধে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ এবং ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান। সাথে সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ ওআইসি আরব সহ সকল মুসলিম দেশ নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে উপজেলা সদরের তিন রাস্তার মোড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যা- ক্রোর কুশপত্তলিকা দাহ করা হয়। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *