গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
দক্ষিণ আফ্রিকার জোহানপসবার্গের লেনাসিয়াতে মো. আরিফ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে কৃষাঙ্গ ডাকাতেরা।
নিহত আরিফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামের মিন্নাত আলী ভুঁঞা বাড়ীর ছেলে।
সোমবার (২৭অক্টোবর) রাত ৯টার দিকে লেনাসিয়া এক্সটেনশন ১৩ বিসমিল্লাহ সুপার সপ নামে দোকানে ডাকাতির সময় সশস্ত্র কৃষাঙ্গ ডাকাদের গুলিতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়। দক্ষিণ আফ্রিকা প্রবাসী মাইন উদ্দিন রুবেল এ তথ্য নিশ্চিত করেন।