আবু সাঈদ সরকার, ভালুকা –
ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র নির্মাণ ও প্রদর্শনীর প্রতিবাদে ভালুকায় হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিন উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সিডস্টোর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুল্লাহ আল-ফারাবী, মাওলানা এমদাদুল হক, মাওলানা আনোয়ার হোসেন ফুলপুরী, মাওলানা মোস্তাফা কামাল, মাওলানা আবু রাহাত কামাল, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শফিউদ্দিন হাশেমী, স্বেচ্ছাসেবক হাবিব জিহাদী, মাওলানা নুরুজ্জামান, মুফতি ফরহাদ হোসাইন, মাওলানা এনামুল হক তুহিন, হাফেজ আল-আমিন, হাফেজ শাহ-জাহান, নাছির উদ্দিন, মাওলানা আশরাফুল আলম হাবিবী, মুহাম্মদ জাহাঙ্গীর, আবু রায়হান কুটিন, আসাদুল আলম হীরা, তৌহিদুল রহমান রাসেল, তারেক খান, আশিক খান, হাফেজ আকরাম, হাফেজ শামসুদ্দিন, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও সকল মাদ্রাসার পরিচালক সহ স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী, মিডিয়া কর্মী সহ সাধারণ মুসুল্লি অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের রাষ্ট্রীয় ছায়ায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র নির্মাণ প্রদর্শনীর প্রতিবাদ করে বক্তব্য রাখেন।