মোজাফফরের সাথে এখন আমরা ৯৩ নামক আশির্বাদের অক্ষয় কবজ

-অনিমেষ দাস :
বন্ধু সংগঠন আমরা ৯৩-এর “বন্ধুর জন্য বন্ধু”প্রকল্পের আওতায় সিংগাইর মানিকগঞ্জের বন্ধু এসএসসি তিরানব্বই ব্যাচের বন্ধু মোজাফফরকে একটি মুদি দোকান বরাদ্দ করার নিমিত্তে ১৫-১০-২০২০ইং রোজ শুক্রবার আর্থিক ও মানসিক সাহায্য প্রদান করা হলো।

উল্লেখ্য,জনাব,মোজাফফর বিগত কয়েকবছর পূর্বে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে তাঁর একটি পা হারায়,তারপর থেকেই সে দু-একটি টিউশনি করে কোনরকমে দিনযাপন করতো।ভাগ্যের চরম বিড়ম্বনায় বিশ্ব-মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে কয়েকমাস যাবৎ তাঁর টিউশনি দু’টি’ও তাকে হারাতে হয়।তারপর থেকেই শুরু হয় জীবনের আরেক ট্রাজেডি।টাকা নেই,চাকুরী নেই,চক্ষুলজ্জায় আশেপাশে কারো কাছে হাত’ও পাততে পারেন না।কিন্তু তাই বলে কী মোজাফফরের দুমুঠো মোটা ভাত জুটবে না?চিকিৎসা খরচ কী বন্ধ হয়ে যাবে?প্রকৃতির অমোঘ অস্পৃশ্য বেখেয়ালি সিদ্ধান্তে মোজাফফর যখন কিংকর্তব্যবিমুঢ়!ঠিক এমন সময় বটবৃক্ষের ছায়ার মতো পাশে এসে দাঁড়ায় বহুল আলোচিত, মধ্যবয়সী যুবকের কাছে প্রাণের সংগঠন হিসেবে খ্যাত বন্ধু সংগঠন আমরা ৯৩-এর মানবিক বন্ধুরা।

মোজাফফরের করুন দূর্দশার ইতিবৃত্ত স্থানীয় বন্ধু অনিমেষ দাস,হাজী আজাদ,অহিদুল ইসলাম,এহেছান আহমেদ তামীম এবং মোজাফফর নিজে আমরা ৯৩-এর এডমিন প্যানেলকে অভিহিত করেন।পরবর্তীতে আমরা ৯৩-এর প্রতিষ্ঠাতা জনাব,ওমর ফারুক মোজাফফরের বিষয়টি জরুরি ভিত্তিতে তদারকি করার জন্য “বন্ধুর জন্য বন্ধু” প্রকল্পের অন্যান্য সদস্যদের অভিহিত করেন।পরবর্তীতে ও-ই প্রোগ্রামের সদস্যগণ বিষয়টিকে গুরুত্বের সাথে আমলে নিয়ে সরেজমিনে মোজাফফরের বাড়ি আসেন এবং তাঁর জন্য আপাতত একটি মুদীখানা দোকান বরাদ্দ করেন এবং সেই বাবদ মোট ৬৫ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রদানের লক্ষ্যে উক্ত প্রোগ্রামের সকল সদস্যবৃন্দ এবিষয়ে একাত্মতা পোষণ করেন।

এর’ই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ এলাকার মোজাফফরকে “বন্ধু জন্য বন্ধু”প্রকল্পের শাহাদাত,শিশির,নিয়ন,কাজী,মামুন ও শিপনসহ প্রমূখ ব্যক্তিরা এসে তাঁর হাতে ৩০,০০০ টাকা তুলে দেন এবং বাকি টাকা যেকোনো সময় দিয়ে দেবে বলে তাঁরা জানান।
এদিকে আজ,আমরা ৯৩-এর ঢাকার বন্ধুদের বরন করে নেয়ার উদ্দেশ্যে স্থানীয় বন্ধু প্রেমিক বন্ধুরা আয়োজন করেন এক উঞ্চ অভ্যর্থনার।প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহার সার্বিক সহযোগিতায় একদল মধ্যবয়সী যুবক জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ে হারিয়ে যায় মহানন্দের মহা-উৎসবে।মূহুর্তেই যেন তাঁরা ভেসে বেড়ায় ১৯৯৩ সালের স্মৃতির অলৌকিক স্বপ্নডানায়।কেউকেউ আবার ওই অল্পসময়ের মধ্যেই ২৭ বছর আগের ফেলে আসা সোনালী গল্পে বিভোর হয়ে সঙ্গোপনে দু’ফোটা আনন্দাশ্রু ঝরাতে’ও কৃপণতা করেন নি।

জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের আজকের সকালটি ছিল শুধুই এসএসসি তিরানব্বই ব্যাচের;শুধুই আমরা তিরানব্বইয়ের।

মোজাফফরের বাড়িতে গিয়ে জনাব,নিয়ন বলেন, মোজাফফর মুদিখানা চালু করার পরে পরবর্তীতে কোনো প্রয়োজনে তাঁকে অবহিত করলে তিনি ব্যক্তিগত ভাবে সহযোগিতা করবেন বলেও তিনি মোজাফফরকে আশ্বাস দেন।এ’ছাড়া জনাব,এহেছান আহমেদ তামীম ও হাজী এ কে আজাদ প্রতিবেদককে আরো বলেন,আমরা মানিকগঞ্জের বন্ধুরা’ও মোজাফফরের মুদি মালের পুঁজিবাবদ আর্থিক সাহায্য করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *