সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর জনপ্রিয় সাপ্তাহিক ফেনীর ডাক পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেককাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা শেখ সেলিম। তিনি বলেন, ফেনীর ডাক শোষীত ও বঞ্চিতদের মুখপাত্র ।
২ অক্টোবর, শুক্রবার বিকেলে সোনাগাজী জিরো পয়েন্টস্থ ফেনীর ডাক কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের উদ্বোধণ করেন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহমদ।
ফেনীর ডাকের সোনাগাজী প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি গাজী মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান ও ফেনী জর্জ কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ।

আরো উপস্থিত ছিলেন- ফেনী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ শুকলাল দেবনাথ, উন্নয়ন সংস্থা স্বপ্ন এর নির্বাহী পরিচালক লিয়াকত হোসাঈন, জাতীয় দৈনিক খবরপত্র সোনাগাজী প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন, দৈনিক প্রভাতী খবর প্রতিনিধি আফতাব হোসেন মমিন ভূঞা, জাতীয় দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি কবি মহিউদ্দিন খোকন, সমাজসেবক মাঈন উদ্দিন নাছির, আফলাস হোসেন, নজরুল সঙ্গীত শিল্পী আবদুস শুক্কুর মিলন প্রমূখ।