ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে একটি একনলা বন্দুক ও ৪ রাউন্ড গুলিসহ নুরুল ইসলাম বাবুল (৪১) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবির অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান বাংলারদর্পনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি রাত ৮ ঘটিকার সময় উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরসাহাভিকারী গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম বাবুল (৪১)কে আটক করা হয়।
সে আমিনুল হক মেম্বার বাড়ীর বজু উল্লাহর ছেলে। এসময় তার দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক,৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বাংলারদর্পন কে বলেন, এ ব্যাপারে শুক্রবার সকালে সোনাগাজী মডেল থানায় একটি অস্ত্র মামলা রুজু করে বাবুল কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।