সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে নিখোঁজের ৫দিন পরও উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ফারহানা আক্তার বিজু নিখোঁজ হয়। সে ওলামাবাজার সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।
আব্দুর রাজ্জাক জানান, শনিবার সকালে সাজেশন আনার কথা বলে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয় বিজু। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরদিন সোনাগাজী থানায় জিডি করা হয়।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে স্থানীয় বখাটে ইমাম হোসেন (২৫) ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। তাদের ধারণা, সে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে গেছে অথবা অপহরণ করেছে ।
তবে ইমামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, স্কুলছাত্রী নিখোঁজের সঙ্গে তার ছেলে জড়িত নয়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। বাংলারদর্পণ