প্রেস বিজ্ঞপ্তিঃ
হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসা কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে পুরাতন গীর্জাস্থ সংগঠনের কার্যালয়ে ‘বাত ও ব্যথা’ রোগ বিষয়ক এক সেমিনার ডা. আবদুল আজিজের সভাপতিত্বে গত ২৫ সেপ্টম্বর অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. রতন চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় বোর্ড মেম্বার ডা.একে এম ফজলুল হক সিদ্দিকী প্রধান আলোচক ছিলেন, চিকিৎসক কল্যাণ সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ডা.সুধীর চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন,অধ্যক্ষ ডা. পরিমল চন্দ্র সাহা, উপাধক্ষ ডা. চন্দন দত্ত,বাংলাদেশ বিশিষ্ট হোমিও গবেষক ও দৈনিক স্বাস্থ্য তথ্য সম্পাদক ও প্রকাশক, হোমিও বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রর, কো-চেয়ারম্যান, ডা.মাহতাব হোসাইন মাজেদ, ডা. দিলীপ মিত্র, ডা. বাবুল চৌধুরী, ডা. স্বপন চন্দ্র ভৌমিক।
প্রবন্ধ পাঠ করেন বিজ্ঞান গবেষণার চেয়ারম্যান,ডা. অনুপম চৌধুরী। ডা.শ্যামল চক্রবর্তী এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন , ডা. দুলাল দত্ত ডা. আলাউদ্দিন, ডা.বিমল কান্তি মজুমদার,ডা.জিকে দাস, ডা.লিটন চক্রবর্তী ডা. বক্তারা বলেন বাত (আথ্রাইটিস) কথাটি ব্যাপক অর্থবহ এবং বহুদুর পর্যন্ত প্রসারিত।
এটি একটিমাত্র রোগ নয় বরং একই পরিবারভূক্ত অনেকগুলি রোগের সমষ্টি, প্রায় ১০০টি বিভিন্ন ধরণের রোগ নিয়ে হয় বাত রোগ। লক্ষণ ভেদে লিডাম, মেডো, সিফিলিনাম, কলোফাইলাম, ল্যাকেসিস ব্যবহার করা যেতে পারে।