সোনাগাজীতে মাদকসেবীর চুরিকাঘাতে আহত ৩ : আটক ১ | বাংলারদর্পণ

ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে মাদক সেবনে বাধা দেয়ায় ৩ জনকে চুরিকাঘাতে জখম করেছে রিমন নামের এক মাদক সেবক। ঘটনাস্থল থেকে মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। খবর বাংলারদর্পণ।

শনিবার রাতে ৮টায় উপজেলার মানুমিয়ার বাজার সংলগ্ন শেল্টার হাউজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় মাদকসেবী রিমন সহযোগীদের সাথে ইয়াবা সেবন করছিল। পথচারি দুলাল তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে চুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। দুলালকে বাঁচানোর চেষ্টা করায় অপর দুজনকে জখম করে বখাটে রিমন।

তাদের এক জনের নাম সাখাওয়াত, অপরজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

সোনাগাজী থানার ওসি( তদন্ত) আবদুর রহিম সরকার বাংলারদর্পণ কে বলেন, ঘটনাস্থল থেকে রিমনকে আটক করেছে এসআই আনোয়ার হুসেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে। বাংলারদর্পন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *