– সৈয়দ খিজির হায়াত
শারদের সাদা মেঘ
ভাসিয়েছে ভেলা
কাশবনে বাতাসে
লুকোচুরি খেলা।আনন্দঘন সব
পূঁজা মন্ডপ
বরিতে দেবী দূর্গা
সাজ সাজ রব,
সনাতনী পূঁজা বটে
সবার উৎসব।ধর্ম যার যার
সন্তান মাটি মার
মুজিবের বাংলা দেশে
একে অন্যে ভালবেসে
অনন্য বাংলার এই
বাঙ্গালী সমাজ।
মুজিবের বাংলাদেশে
