অবৈধ বালু মহালে ম্যাজিষ্ট্রেটের হানা : ৩টি ড্রেজার মেশিন জব্দ | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি:
ছোট ফেনী নদীর সোনাগাজী অংশে দীর্ঘদিন অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে কৃষি জমি ও বসতভিটা। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ছোট ফেনী নদী সেতু সংলগ্ন চর দরবেশ এলাকা ও চর ছান্দিয়ার শকুনিয়া খালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছলিমা শিরিন।

তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে ছোট ফেনী নদী সেতুর এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করায় ইজারাদারের ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং চুড়ান্তভাবে সতর্ক করা হয়েছে।

    অপরদিকে , একই দিন উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের শকুনিয়া খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন ও ১৫০ফুট পাইপ জব্দ করা হয়েছে।

    চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো জানান, ছোট ফেনী নদী ও শকুনিয়া খালে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চর দরবেশ , চর সাহাভীকারি , কাজিরহাট ও পশ্চিম চর ছান্দিয়া গ্রামের হাজার হাজার একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
    banglardarpan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *