বিচারপ্রার্থী অসহায়দের হয়রানী বন্ধের আহবান জানিয়েছেন নিজাম হাজারী

ফেনী :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, বিচারপ্রার্থী, অসহায় ও দরিদ্র মানুষ যেন কোন ধরনের হয়রানি না হয় এবং তাদের প্রতি সদয় দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, নানা জটিলতার কারণে ফেনীতে জুডিশিয়াল ভবন তৈরিতে বিলম্ব হয়েছে। আশা করি চতুর্থ ধাপে এ বছরের মধ্যে জুডিশিয়াল ভবনের কাজ শুরু হবে। তিনি ফেনীর মুখ উজ্জল রাখতে সকল আইনজীবীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আইনজীবী সমিতির জন্য একটি ক্যান্টিন নির্মাণে ১৫ লাখ টাকা ও ফার্ণিচার ক্রয়ের জন্য তিন লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা বরাদ্ধ দেয়ার ঘোষণা দেন।

১৩ জানুয়ারী, সোমবার ফেনী আইনজীবী সমিতির এনেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজাম হাজারী এমপি বলেন, তিনি পৌরসভার মেয়র থাকাকালীন সময়ে যেসকল উন্নয়ন কাজ শুরু করেছিলেন পরবর্তীতে মেয়র হাজী আলাউদ্দিন সেসব উন্নয়ন কাজ তরান্বিত করায় তিনি ধন্যবাদ জানান।উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য দলের আইনজীবীরা উপস্থিত থাকায় তিনি আনন্দিত ও গর্বিত মনে করেন। তিনি বলেন, আইনজীবীদের সম্প্রীতি ও ভালোবাসার এ অটুট বন্ধন জেলার সর্বত্র ছড়িতে দিতে হবে।

ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আলী (১) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্যাহ চৌধুরী স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান।

বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আবুল কাশেম প্রকাশ সিনিয়র কাশেম, ফেনী জজকোর্টের পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত, সিনিয়র আইনজীবী জাহিদ হোসেন খসরু, এ এস এম আনোয়ারুল করিম ফারুক, নুর হোসেন, সাহাব উদ্দিন, পার্থ পাল চৌধুরী, মো. ফরিদ উদ্দিন খাঁন নয়ন, কাজী বুলবুল আহমেদ সোহাগ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, আইনজীবী নাসির উদ্দিন বাহার, এম শাহজাহান সাজু, আহসান কবির বেঙ্গল,মেজবাহ উদ্দিন মোহাম্মদ মোর্শেদ, নুরুল আফছার চৌধুরী মুকুল, জহির উদ্দিন মামুন, গাজী তারেক আজিজ, এ এস এম শহীদ উল্যাহ, মো. জাহাঙ্গীর আলম নান্টু, হাছান মাহমুদ (১), শরফুদ্দিন আহমেদ ডালিমসহ অন্যান্যরা।

শুরুতে ফেনী আইনজীবী সমিতির এনেক্স ভবনের ২৭ লাখ টাকা ব্যয়ে উর্ধ্বমূখী সম্প্রসারিত নবনির্মিত তৃতীয় তলার উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

প্রসঙ্গত; নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী পৌরসভার মেয়র থাকাকালীন ফেনী আইনজীবী সমিতির এনেক্স ভবনের কাজ শুরু করেন। এর ধারাবাহিকতায় শেষ অবধি ৮৭ লাখ টাকা ব্যয়ে ফেনী পৌরসভার অর্থায়নে ধাপে ধাপে তিনতলা ভবনের কাজ সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *