আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের কমিটি গঠন : সাইফুল সভাপতি-রুবেল সম্পাদক

নোয়াখালী প্রতিনিধিঃ

“তারুণ্যের শক্তি দিয়ে সমাজ বিনির্মাণে বদ্ধ পরিকর” স্লোগানকে সামরে রেখে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন ৯ বছর অতিক্রম করলো।

দির্ঘ পথ চলায় মানুষের জন্য,সমাজের জন্য তারুণ্যের এই অবদান দৃষ্টিনন্দিত এবং প্রশংসনীয় সর্বত্র।

নোয়াখালীর সুবর্ণচরের সচেতন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি এক ঝাঁক তরুণ ২০১২ সালের পহেলা অগাস্ট সুবর্ণচরস্থ ৫নং চরজুবলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজী হানিফ মিয়ার জামে মসজিদ কেন্দ্র করে তারুণ্যর শক্তির নাম,”আশার আলো সমাজ কল্যাণ সংগঠন “পদ যাত্রা শুরু করে।

সমাজের নানান অসংগতি, জুয়া,মাদক, বাল্যবিবাহ বেপরোয়া থেকে মানুষকে যেমন দেখিয়ে আশার প্রদীপ তেমনি অসহায়,শিক্ষা বঞ্চিত, হত দরিদ্রের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছে সংগঠনটি।

বিগত ৯ বছর ধারাবাহিকভাবে বৃক্ষরোপন কমসূচি, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, খেলাধূলা, ওয়াজ মাহফিলসহ নানান ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে আবদান রেখে আসছে সংগঠনটি।

সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে সংগঠনটি ৯ বছরে পদার্পণ করেছে ।

এরসাথে তারুণ্যের অংশগ্রহনে গতকাল সংগঠনের ৫ম পরিচালনা কমিটি গঠন করা হয়।

গত রোববার সকাল ১০টায় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম রাব্বুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২১ জন সদস্য বিশিষ্ট ৫ম পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে সাইফুল ইসলাম রাব্বুল, সহ-সভাপতি হাফেজ আজগর হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জবিউল হক রাফি, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনেক,যুগ্ম সাধারণ সম্পাদক মো কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার উদ্দিন রাব্বি,
সাংগঠনিক সম্পাদক মো সুমন,সহ সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ কোষাধ্যক্ষ মো. দেলোয়ার, দপ্তর সম্পাদক আল শাহরিয়ার সম্রাট, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক জহির উদ্দিন রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক জাকের হোসন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ওমর,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো রহিম উল্যাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, জোবায়ের হোসেন তারেক সংস্কৃতি সম্পাদক রহিম উল্যাহ সোহাগ, আইসিটি(ICT)ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো নুর হোসেন সুমন, সদস্য সচিব শের আলি মজলু প্রমূখ।

সংগঠনের কাজ বেগবান করতে সকলের সম্মতিক্রমে সংগঠনের অফিস পরিবর্তন করে নেওয়া হয় হারিছ চৌধুরী বাজার ( বাহার চৌধুরীর অফিসের পাশে)।

তারুণ্যের ধারাবাহিক এই যাত্রায় বরাবরের মতো আপনাদের সমর্থন, সহযোগিতা কামনা করছে সংগঠনটি।

সভাপতি সাইফুল ইসলাম রাব্বুল বলেন, “সবার সহযোগিতায় আশার আলো তার আলো ছড়িয়ে দিতে চাই সমাজের প্রতিটি ক্ষেত্রে।

অবহেলিত,সমাজের পিছিয়ে পড়া মানুষটি ও আমাদের সস্পদ।তাই সবাইকে সাথে সুন্দর সমাজ বির্নিমান আমাদের লক্ষ্য। আমাদের এই যাত্রায় আপনি ও পাশে থাকুন”

বক্তারা বলেন, তরুণদের এই কমিটি সমাজকে আলোকিত করতে আপ্রাণ চেষ্টা করে যাবে বলে, আমরা বিশ্বাস করি। সমাজকে সুন্দর এবং সুস্থধারায় ফিরিয়ে আসতে করুন এবং যুবকদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমর্থন, সহযোগিতা প্রয়োজন, আমরা কাজ করতে চাই, আমাদেরকে সে কাজের জন্য পরিবেশ তৈরী করে দিতে সকলের প্রচেষ্টা থাকতে হবে।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *