শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা :
সুন্দরবনের খালে মাছ ধরাকে কেন্দ্র করে জেলে আকবর (২৬) কে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহত আকবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ২৭ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টার দিকে। উপজেলা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামে।
ভুক্তভোগী আকবর বলেন, সুন্দরবনের খালে মাছ ধরার জন্য পাশ পারমিট নিয়ে প্রতিবছর মাছ ধরে জীবিকা নির্বাহ করি কিন্তু তার প্রতিবেশি আমিরুল প্রতিনিয়ত মোবাইল ফোনে জীবন নাশের হুমকি দিতে থাকে। এবং বলেন তুই সুন্দরবনে মাছ ধরতে জাবিনা।
জেলে আকবর এ বিষয়টি স্থানীয় গন্যমান্যদের জানালে আমিরুলের নেতৃত্বে রিয়াদ, রুবেল, ওয়াইজকুরনি, আবজাল, রিপন, মফিজুল ও রেয়াসাদ গাজি বৃহস্পতিবার বিকালে উপজেলার পল্লী মঙ্গল বাজারে আজগর মোল্লাকে একা পেয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে ফেলে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে কয়রা থানার ওসি (তদন্ত) এস এম শাহাদাত হোসেন বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গ্রামবাসীরা বলেন আমিরুল বিভিন্ন সময়ে নিরীহ মানুষকে মারপিট করে থাকে তার বিরুদ্ধে হত্যাসহ একাধীক মামলা রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানান। বাংলারদর্পণ