পরশুরাম উপজেলা আইনশৃঙ্খলা সভা বয়কট করেছে জনপ্রতিনিধিরা | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
পরশুরাম উপজেলায় মঙ্গলবার মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় উপজেলার কোন জনপ্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

মঙ্গলবার (২৫ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা সভা সকাল সাড়ে ১০ টায় শুরু হবার কথা থাকলেও জনপ্রতিনিধিদের জন্য ১১ টা পর্যন্ত অপেক্ষা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং।

পরে জনপ্রতিনিধিদের অনুপস্থিততে ১১ টার দিকে তিনি সভা শুরু করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার নমুনা দেয়াতে তিনি তিনি স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করায় উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থিত হননি।

জানা যায় আজকের সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয় আলোচনা ও সিদ্বান্ত গ্রহন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয় আলোচনা ও সিদ্বান্ত গ্রহন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইনশৃঙ্খলা সভায় জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকার বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং জানান দলীয় একটি সিদ্বান্তের কারনে পরশুরাম উপজেলার জনপ্রতিনিধিরা আজকের আইনশৃঙ্খলা সভায় উপস্থিত হননি বলে জানান।

অপরদিকে উপজেলা আইনশৃঙ্খলা সভার একজন সদস্য ও জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান জেলা আওয়ামীলীগের দলীয় সিদ্বান্তের কারনে তাঁরা সর্বসস্মতিক্রমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *