প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন। তিনি একাই হেলিকপ্টারটিতে ছিলে। দাবানল নেভাতে হেলিকপ্টারটি থেকে পানি ছেটানো হচ্ছিল।
কয়েকশ দাবানল মোকাবিলায় এরইমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিওসোম। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর নিকটবর্তী এলাকায় দ্রুতগতিতে দাবানল ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ওই অঞ্চল ছাড়তে বাধ্য হয়েছে।
সবচেয়ে ঝুঁকিতে পড়েছে এক লাখ বাসিন্দার ভ্যাকাভিল শহর। ঘরবাড়ি খালি করতে দরজা থেকে দরজায় গিয়ে সতর্কবাণী দিচ্ছেন কর্মকর্তারা। দমকল বাহিনীর শতাধিক সদস্যের অগ্নি নির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রখেছে।
একদিকে প্রখর তাপমাত্রায় যেমন নেভানো যাচ্ছে না আগুন, অন্যদিকে মার্কিন আবহাওয়া দপ্তর ক্যালিফোর্নিয়ায় তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ার পর উদ্বেগ আরও বেড়েছে। এখন বজ্রপাত থেকে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।
বাংলারদর্পন