আরিফুল হক, শ্রীমঙ্গল :
মন্ত্রীপরিষদ বিভাগ থেকে গত ৬ আগস্ট জারি করা এক পরিপত্রে এ ঘোষণা দেয়া হয়।
এর আগে যদিও বিশেষ বিবেচনায় এ গ্রেড জেলার মর্যাদা ছিলো মৌলভীবাজারের। কিন্তু প্রশাসনকি কাঠামোতে মৌলভীবাজার বি গ্রেড জেলা হিসেবে সুবিধা ভোগ করে আসছিলো। তবে কার্যত সেটা বাস্তবায়ন হয়নি। তাছাড়া ২০০৪ সালের মে মাসে প্রয়াত এম সাইফুর রহমানের প্রচেষ্ঠায় মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে মৌলভীবাজার জেলাকে এ গ্রেড জেলার মর্যাদা দেওয়া হয়। সেটাও পরবর্তীতে বাস্তবায়ন হয়নি।
মন্ত্রীপরিষদ বিভাগের নতুন পরিপত্র অনুযায়ী দেশের ৬৪ জেলার মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ ৬টি জেলাকে বিশেষ ক্যাটাগরি, ২৬ টি জেলাকে এ ক্যটাগরি, ২৬টি জেলাকে বি ক্যাটাগরি এবং ৬টি জেলাকে সি ক্যাটাগরি করা হয়েছে।
নতুন পরিপত্রে সিলেট বিভাগের ৪ জেলা- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়।
মন্ত্রী পরিষদ বিভাগের ঈৎবধঃরড়হ ড়ভ ঘবি উরংঃৎরপঃ সম্পর্কিত গত ২৮ ডিসেম্বর ১৯৮৩ তারিখের অফিস মেমোরেন্ডাম অনুযায়ী দেশের ৬৪ জেলার শ্রেণি (গ্রেড) হালনাগাদ করা হয়।
পরিপত্রের ডাবল তারকা চিহ্নিত নোটে মৌলভীবাজার জেলাকে ২০০৪ সালের ২৯ মে তারিখে এক স্মারকে এ গ্রেড জেলায় উন্নীত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।