জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর সুনীল মেম্বার বাড়িতে ১৭ আগস্ট সোমবার বিকেলে প্রিয় কুঞ্জে “মৃত্যুঞ্জয়ী মুজিব” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা নাসরিন কান্তা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ফেনী জেলা শাখার সভাপতি মাষ্টার নুরুল ইসলাম প্রমূখ।
প্রবীণ চারুশিল্পী সুনীল দাসের বহুদিনের চিন্তা-চেতনায় লালিত স্বপ্ন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অসমাপ্ত সৃষ্টিকর্ম আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তারি হাতে অঙ্কিত বিভিন্ন চিত্রকর্ম এই মৃত্যুঞ্জয়ী মুজিব জাদুঘরে সংরক্ষিত থাকবে।
এছাড়া বঙ্গবন্ধুর উপর রচিত ফেনী সহ দেশের বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা প্রবন্ধ, কবিতা ও জীবনী এবং চারু শিল্পীর তুলির আঁচড়ে অঙ্কিত বিভিন্ন চিত্রকর্ম
এই মৃত্যুঞ্জয়ী মুজিব ভবনে সংরক্ষণ ও প্রদর্শন করার লক্ষ্যেই এই মৃত্যুঞ্জয়ী মুজিব ভবন নির্মাণের একমাত্র প্রত্যাশা।
বাংলারদর্পন