হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও   দোয়া মাহফিল

সংবাদদাতাঃ

জাতীয় শোক দিবসে জাতীয় মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কমিটির  পক্ষ থেকে  নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।শনিবার (১৫ আগষ্ট বিকাল ৫ টা টায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীতে সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী  এডভোকেট সাঈদুল হক সাঈদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগষ্ট র এই দিনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সব শহীদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি। জাতির পিতা একজন সৎ ও যোগ্য নেতা ছিলেন। আমরা তার আদর্শ বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত ও মানবাধিকার প্রতিষ্টা ও উন্নত রাষ্ট্র গড়তে কাজ করবো।

 

তিনি করোনা ভাইরাস ও বন্যায় বাস্তুহারাদের জন্য সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনকে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হিউম্যান রাইট রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও দৈনিক স্বাস্থ্য তথ্য সম্পাদক ও প্রকাশক, ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, কেন্দ্রীয় পরিচালক, রহিমা বেগম,

সীতাকুণ্ড থানা শাখার  সাধারণ সম্পাদক সাইফুল  ইসলাম চৌধুরী সহ কেন্দ্রীয় কার্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *