চট্টগ্রাম : মীরসরাইতে ‘বঙ্গবন্ধু শেখমুজিব শিল্প নগর কেন্দ্রীয় মসজিদ’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার ৩০ জুলাই দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন বেজার নির্বাহী পরিচালক পবন চৌধুরী।
শিল্প নগরের অভ্যন্তরে ২১২ একর বিশিষ্ট নয়নাভিরাম শেখহাসিনা সরোবরের পাশে২.৬একর জমিতে ২০কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে দৃষ্টিনন্দন এই কেন্দ্রীয় মসজিদ।
বেজার সুত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখমুজিব শিল্প নগরে বিশ্বের বিভিন্ন দেশের নানান ধর্মাবলম্বী মানুষ কাজ করতে আসবে আ মসজিদ নির্মানের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের জন্যও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করা হবে।
সুত্র আরো জানায়, লকডাউনের কারনে বেজা চেয়াম্যান পবন চৌধুরী আসতে পারেননি তাই ভিডিও কনারেন্সে যুক্ত হয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত দৃষ্টিনন্দন এই স্থাপনাটি শুধু মসজিদ নয় এটি একটি ইসলামিক কমপ্লেক্স হিসেবে নির্মিত হবে।